দেশ বিদেশ

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা বৃটেনের

মানবজমিন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

লেবাননের ইসলামপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে বৃটেন। একই সঙ্গে সংগঠনটির বৃটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করা হবে বলেও জানিয়েছে বৃটিশ সরকার। এ নিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে বৃটেন এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ বৃটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পার্সটুডে জানিয়েছে, এর আগে ২০০১ সালে বৃটেন হিজবুল্লাহর বহিঃনিরাপত্তা ইউনিট এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল।
 গত বছর বৃটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন আর আলাদা করে দেখে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status