বিনোদন

এবার শিশুদের জন্য

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

অভিনয় জীবনের শুরু থেকেই নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় আবার এই তারকা সচেতনতামূলক একটি কাজে অংশ নিয়েছেন। আগামী ২৯শে ফেব্রুয়ারি থেকে ২১শে মার্চ পর্যন্ত নয় থেকে দশ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা দেয়া হবে। এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের এই কার্যক্রমের প্রচারণায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বাংলাদেশ সরকারের সহযোগী হয়ে ইউনিসেফ এই কার্যক্রমে অংশ নিচ্ছে। এরইমধ্যে জনসচেতনতামূলক কাজটির একটি প্রচারণা নির্মাণে অংশ নিয়েছেন চঞ্চল। গত শুক্রবার দিনব্যাপী রাজধানীর বনানীর একটি স্কুলসহ আরো বেশ কিছু জায়গায় এর চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন হাসিনা-এ ডটার’স টেইল খ্যাত নির্মাতা পিপলু। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমি সবসময়ই জনসচেতনতামূলক কাজ করার চেষ্টা করি। কিছুদিন আগেও ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’ শীর্ষক সচেতনতামূলক একটি কাজ করেছি। এবার শিশুদের সচেতনতার জন্য কাজ করেছি। আমিও একজন সন্তানের বাবা। আমার সন্তানের ভবিষ্যৎ সুস্থতার জন্য যেমন আমি সচেতন, তেমনই আমাদের আগামী প্রজন্মের জন্যও আমি সচেতন। তাই শিশুদের অভিভাবকদের সচেতন করতেই এই কাজে অংশ নিয়েছি। শিগগিরই এই জনসচেতনতামূলক কাজটি দেশের প্রায় সব টিভি চ্যানেলে একযোগে প্রচারে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status