ঢাকা সিটি নির্বাচন- ২০২০

তিন মাসে ঢাকাকে যানজট মুক্ত করা হবে: আতিক

অনলাইন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৩:০২ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, মেয়র পদে ফের নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকার পরিবহন সমস্যা ও যানজট মুক্ত করবেন। শনিবার রাজধানীর ১৪ নম্বর কচুক্ষেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া এলাকা থেকে নবম দিনের নির্বাচনী গণসংযোগের শুরুতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আতিক বলেন, ‘নৌকার কোনো গিয়ার নেই, এটি শুধু সামনের দিকে চলে। আমাদের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা শুধু চলতে থাকবে। উত্তর সিটি করপোরেশনের মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে পরবর্তী তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা’ নামে একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে সকল পরিবহনগুলোকে এর আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকার দীর্ঘ দিনের সমস্যা দূর করা হবে। ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু করা হবে।  ইনশাআল্লাহ।’ এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status