খেলা

‘তরুণ ক্রিকেটাররা এখন ১০০ টেস্ট খেলার স্বপ্ন দেখবে’

স্পোর্টস রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ১:১৭ পূর্বাহ্ন

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য ও অর্থের দাপটে টেস্ট ক্রিকেট নিয়ে সারা বিশ্বের তরুণ ক্রিকেটারদের মধ্যে আগ্রহ দিন দিন কমছে। বাংলাদেশেও এর ব্যাতিক্রম নয়। কঠিন সেই বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ম্যাচের ফি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। সব মহলে বিসিবির এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে। দেশের সফলতম টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমও এর প্রশংসা করলেন। বরাবরই টেস্ট ক্রিকেট দারুণ পছন্দ করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক’দিন আগে বিসিবি টেস্ট প্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক তিন লাখ থেকে বাড়িয়ে ছয় লাখ টাকা নির্ধারণ করেছে।

গতকাল বিপিএল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘বিসিবির এ উদ্যোগ দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেবে। তরুণদের মাঝে টেস্ট ক্রিকেট নিয়ে উৎসাহ বাড়াবে। তরুণরা যখন দেখবে টি-টোয়েন্টি ক্রিকেটে চাকচিক্য আর অর্থের দাপট থাকলেও টেস্ট ক্রিকেট থেকে ভালো পারিশ্রমিক পাওয়া যায়। আর টেস্টের মর্যাদাটাও অন্য ফরম্যাটের চেয়ে বেশি তখন তারা টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী হবে।’
তিনি আরো বলেন,‘তরুণ ক্রিকেটাররা এখন ১০০ টেস্ট অথবা ১০ হাজার রান করার কিংবা ৩০০ উইকেট নেয়ার স্বপ্ন দেখবে। এরকম স্বপ্নগুলো অনেকটাই কমে যাচ্ছিলো। এখন সেটা বদলাবে বলে আমি মনে করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status