খেলা

‘অদৃশ্য চাপ’-এ তিনবারে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৯:০০ পূর্বাহ্ন

তিন ধাপে পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আপত্তি থাকায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছে দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার এতে ‘তৃতীয় শক্তির হাত’ দেখছেন। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য যে জোর চেষ্টা চালাচ্ছে, তাতে পিসিবিকে কৃতিত্ব দিতেই হবে। আমি মানুষকে বলবো বাংলাদেশের ব্যাপারে আজেবাজে কথা না বলতে। তারা আসলে এমন করেছে অদৃশ্য চাপে পড়ে। এসব চাপ নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে পারবো না। বিসিবিকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও অনেক চাপ সামলাতে হয়েছে। কিন্তু বাংলাদেশের সফরের জন্য পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনের সুযোগ ছেড়ে দেয়াটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে।’
এই সফরে বাংলাদেশই লাভবান হয়েছে বলে মনে করেন শোয়েব। কীভাবে সেটি ব্যাখ্যা করেছেন তিনি, ‘বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলছে, বাংলাদেশ যা চেয়েছে সেটাই পেয়েছে। অনেকে বলছে, এশিয়া কাপ আয়োজনের অধিকার আদায় করে তার বদলে পাকিস্তান আসতে রাজি হয়েছে বাংলাদেশ। এর ফলে পাকিস্তানে নয়, বাংলাদেশে হবে পরের এশিয়া কাপ।’
সবশেষে পাকিস্তানকে ‘নিরাপদ’ ঘোষণা দিয়ে শোয়েব বলেন, পাকিস্তান খুবই নিরাপদ একটি দেশ। যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটা দারুণ। অনেক ক্রিকেটারই পাকিস্তানের নিরাপত্তার প্রশংসা করেছে। এভাবে বিচ্ছিন্নভাবে সফর করার কোনো মানে দেখছি না আমি। তবু তো ভালো বাংলাদেশ আসছে। কিন্তু এমন ভাগে ভাগে সফর করতে আসা বিশ্বের কাছে সঠিক বার্তা দিচ্ছে না। এটা খুব কঠিন সিরিজ হবে। এ সিরিজে হার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একটা হার মানেই পুরো দলের গঠন নিয়ে প্রশ্ন উঠে যাবে। পাকিস্তানের উচিত সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status