খেলা

বিশ্বকাপ খেলে ‘বিদায়’ বলবেন হাফিজ

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৯:০০ পূর্বাহ্ন

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মোহাম্মদ হাফিজ। আগামী ২৪ থেকে ২৭শে জানুয়ারি লাহোরে পাকিস্তানের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দলে ফিরে নিজের অবসর নিয়ে কথা বলেছেন ৩৯ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই এবং সেটাই হবে আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।’ চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। হাফিজ বলেন,‘দেশের হয়ে খেলতে পারাটা আমাকে গর্বিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মরণীয় পাফরম্যান্স করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাই।’ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনযোগ দিতে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ হাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৯ ম্যাচে হাফিজের সংগ্রহ ১৯০৮ রান। বল হাতে শিকার ৫৪ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status