বাংলারজমিন

ভোট বর্জন করে রাজপথে অঞ্জলি দেয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

আগামী ৩০শে জানুয়ারি ভোট বর্জন করে অঞ্জলি দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংগঠনটি বলছে, তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারিই যদি ভোটের আয়োজন হয়, তাহলে  সেদিন সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরস্বতী পূজা করে রাজপথে অঞ্জলি নিয়ে কালো পতাকা মিছিল করবেন তারা। নির্বাচন কমিশন সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকলে ভোট বর্জন করার ঘোষণা দেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, সিইসি’র পদত্যাগ করা উচিৎ। যারা একটি গোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, তারা সাংবিধানিক পদে থাকতে পারে না। সরস্বতী পূজার দিনে  ভোটের তারিখ রাখার মধ্য দিয়ে নির্বাচন কমিশন হিন্দু সমপ্রদায়ের আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের তারিখ বদলের দাবির সঙ্গে সব রাজনৈতিক দলের  প্রার্থীদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কমিশনের  প্রতি আমাদের আর আস্থা  নেই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহাজোটের সমন্বয়কারী শ্যামল কুমার রায় ও ভারপ্রাপ্ত সভাপতি প্রভাস চন্দ্রমহল উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status