শেষের পাতা

অন্যরকম প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:১৯ পূর্বাহ্ন

ছবি : জীবন আহমেদ

৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন। ২৯শে জানুয়ারি সরস্বতী পূজা। পূজার তিথি থাকবে ভোটের দিন সকাল পর্যন্ত। বিদ্যার দেবী সরস্বতী পূজা শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করায় ভোটের তারিখ পেছানোর দাবি সনাতন ধর্মাবলম্বীদের। এ নিয়ে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে ভোটের তারিখ পেছানোর দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে অনশনরতদের পাশে পুজার দিনে ভোটের সিদ্ধান্তের প্রতিবাদে অন্যরকম প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষার্থী। রিপন নামের ওই শিক্ষার্থী হাতে মুর্তি নিয়ে বসে আছেন। নির্বাক দৃষ্টি। তার পুরো শরীর রশিতে বাঁধা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন এবং পূজা দুইটি দুই ধরণের কনসেপ্ট বহন করে। নির্বাচন কমিশন অনেকটা পূজাকে নিজেদের দড়িতে বেঁধে সংকুচিত করার চেষ্টা করছে। তাই এ ধরণের প্রতিবাদ। রিপন জানান নিজে মুসলিম হলেও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন। তাই মুকাভিনয়ের মাধ্যমে এই প্রতিবাদের উদ্যোগ তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status