খেলা

পাকিস্তান সফরে কেমন হবে বাংলাদেশ দল!

স্পোর্টস রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ দল এখনো ঘোষণা হয়নি। তাই জল্পনা-কল্পনার শেষ নেই পাকিস্তান সফরে কেমন হবে বাংলাদেশের টি-টোয়েন্টি দল! এরই মধ্যে জানা গেছে শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বিসিবি। তবে সেই দলে কারা যাচ্ছে তা নিয়ে মুখ খুলতে নারাজ বিসিবির কোনো সূত্রই। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য জানান আজ মিটিং হবে দল নিয়ে। সেখানেই চূড়ান্ত হবে কারা যাচ্ছেন পাকিস্তান সফরে। যদিও দলে কারা থাকছেন সেটি নিয়ে তিনি কথা বলতে নারাজ তিনি। তবে জানিয়েছেন অভিজ্ঞ দলই পাঠানোর চেষ্টা তাদের। তিনি বলেন, ‘না, এখন পাকিস্তান সফরের জন্য দল চূড়ান্ত হয়নি। কাল (আজ) আমরা আলোচনায় বসবো। সেখানেই সব ঠিক হবে। না, না এখনই কোনো ধারণা আমরা দিতে পারবো না। চেষ্টা থাকবে ভালো একটি দল পাঠানোর।’
শোনা যাচ্ছে দলের অনেক সিনিয়র ক্রিকেটারই পাকিস্তান সফরে যেতে রাাজি নয়। এর মধ্যে অন্যতম মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। জানা যায়, পারিবারিক কারণেই পাকিস্তান সফরে যেতে চান না এ দুজন। তাই তাদের ছাড়া তরুণ দলই পাঠানো হতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘না, আমরা তরুণ দল পাঠাচ্ছি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। আমরা কোনো ভাবেই হালকা ভাবে নিচ্ছি না যে তরুণ একটি দল পাঠাবো। অবশ্যই শক্তিশালী দলই যাবে পাকিস্তানে। যারা এই সিরিজটা জিতে আসার সামর্থ্য রাখে।’
অন্যদিকে পাকিস্তান সফরে যেতে কোনো ক্রিকেটারকেই চাপ প্রয়োগ বা জোর করা হবে না বলেই জানিয়েছেন ক্রিকেট আপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ শক্তির দলই পাঠাবো। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। নির্বাচকরা কথা বলে আলোচনা করেই দল দিবেন। আমি এই বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, কোনো ক্রিকেটারকেই পাকিস্তান সফরে যেতে জোর করা হবে না। তাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না। আমরা চাই যার ইচ্ছা সে-ই পাকিস্তানে যাবে।’
এরপরও আলোচনা হচ্ছে কেমন হবে পাকিস্তান সফরে দল! কে নেতৃত্ব দিবেন এই দলের। সব শেষ ভারত সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরেও বিসিবি এই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর আস্থা রাখতে চাইছে, যদি সে যেতে রাজি থাকে। এছাড়াও তামিম ইকবাল সুস্থ হওয়ায় ওপেনিংয়ে তাকে রেখেই দল গঠন হবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আমিনুল ইসলাম বিল্পব, সাব্বির রহমান রুম্মান, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের নাম শোনা যাচ্ছে। সঙ্গে যোগ হতে পারেন বিপিএলে নজরকাড়া বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় আসবে কিনা তা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সব পারফরম্যান্স আমরা দল গঠনের সময় আমলে নিয়ে থাকি। যেহেতু পাকিস্তান সফর তাই হালকাভাবে নেয়ার কিছুই নেই। অবশ্য আমরা সেরা পারফরমার ও অভিজ্ঞদেরই প্রধান্য দেবো দল গঠনে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status