দেশ বিদেশ

মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম ও এক প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। ফলে, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক মেয়রসহ দু‘জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে দুদক। দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বুধবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিনা টেন্ডারে প্রকল্পের কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সীতাকুণ্ড উপজেলার বর্তমান মেয়র বদিউল আলম ও সংশ্লিষ্ট এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হচ্ছে।
তিনি জানান, গত মঙ্গলবার সকালে পৌরসভার মেয়র ও প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এতে ১৯টি প্রকল্পের মধ্যে ৪টি প্রকল্পের অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়ে সত্যতা পাওয়া যায়। দুদকের উপসহকারী পরিচালক আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে চারটি প্রকল্পের কাজ বিনা টেন্ডারে ভাগিয়ে নেন উপজেলার মেয়র বদিউল আলম। সেখানে ৪টি প্রকল্প থেকে ১৯ লাখ টাকার অনিয়ম করা হয়েছে। এতে সংশ্লিষ্ট এক প্রকৌশলীর অনিয়মের সঙ্গে জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, ৯ই জানুয়ারি চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা এলাকায় চারটি প্রাক্কলিত প্রকল্পের কাজ বিনা টেন্ডারে দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেন, দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ সহকারী পরিচালক রতন কুমার দাশ, উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ও উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের এনফোর্সমেন্ট টিম।
এতে সরকারি উন্নয়ন সহায়ক তহবিলের ৪টি প্রকল্প থেকে ৬২ লাখ টাকা ১১ হাজার ৯৮৯ টাকা আত্মসাতের তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। আত্মসাতের এ ঘটনায় মেয়রের সহযোগী ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল আলম আজাদ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এপোলোর জড়িত থাকার অভিযোগ আনা হয়। কিন্তু যাচাই-বাছাইয়ে দুই কাউন্সিলরের জাড়িত থাকার সত্যতা মেলেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status