বাংলারজমিন
সিলেটে লালবাজারে ৩ দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০২০-০১-১৪
সিলেট নগরীর বন্দরবাজার লালবাজার মৎস্য বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে ৩ দিনব্যাপী মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লি. আয়োজিত উক্ত মেলা ১৩, ১৪, ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে। সোমবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলুর পরিচালনায় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ সুয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, সিটি কাউন্সিলর মোস্তাক আহমদ, সিটি কাউন্সিলর সইফুল আমিন বাকের, ফিফা সনদপ্রাপ্ত রেফারি ফয়জুল ইসলাম আরিজ, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সহ-সভাপতি আব্দুস সাত্তার, লালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, জহির উদ্দিন কুনু, আব্দুল মুক্তাদির, জাহিদ মাহমুদ খান, নজরুল ইসলাম আফাজ, ছালাউদ্দিন, মামুনুর রশিদ মামুন, হীরা আলম, মোস্তাক আহমদ, জুম্মান আহমদ প্রমুখ।