বাংলারজমিন

কচুয়ার ওসি প্রত্যাহারের দাবিতে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

২০২০-০১-১৪

কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ (অলি)-এর প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম বলেন, আমার নির্বাচনী এলাকা কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামে আমার সমর্থক ইসহাকের পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে আমি গত বুধবার রাতে দোঘর গ্রামে যাই। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি সংঘটিত হয়। বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি কচুয়া থানার ওসিকে অবহিত করি। পরদিন বৃহস্পতিবার ওসি ওয়ালী উল্লাহ আমার সম্মানহানির জন্য একটি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে দোঘর গ্রামের মোখলেছ মাঝির ছেলে শরিফুল ইসলামের কাছ থেকে অভিযোগ নিয়ে ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসহাককে প্রধান আসামি করে এবং আমাকে দ্বিতীয় আসামি করে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি সঠিক তদন্ত না করে তড়িঘড়ি করে ওই দিনই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার জন্য মামলা নেয়া হয়েছে। অচিরেই কচুয়া থানার বর্তমান ওসির প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণের চাহিদা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পরিচালনা করবেন বলেও তিনি জানান। এ ব্যাপারে কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ (অলি) বলেন, বাদীর এজাহার মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় কচুয়া প্রেস ক্লাবের আওতাধীন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status