বাংলারজমিন

দৌলতপুরে শিশু অপহরণঃ নারীর যাবজ্জীবন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:২২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা শিশু অপহরণ মামলায় প্রতিবেশী এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি পূর্ব মণ্ডলপাড়া গ্রামের চাঁদ আলীর কন্যা বেদেনা খাতুন ওরফে লিমা (৩৮)। এ মামলায় অপর ৩ আসামি ঠেকারী খাতুন, চাঁদ আলী ও আবদুর রশিদদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।  
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬শে সেপ্টেম্বর, সকালে খলিশাকুণ্ডি গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুনের ৬ মাস বয়সী শিশুপুত্র কর্ণকে প্রতিবেশী বেদেনা খাতুন লিমাসহ অপর তিন সহযোগীর যোগসাজশে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় শিশুর পিতা ছমির আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ: বি: ৭ ধারায় অভিযোগ এনে বেদেনা খাতুনসহ ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় শিশু অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩০শে নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌঁসুলি আবদুল হালিম জানান, দৌলতপুর থানার শিশু অপহরণ মামলার এক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ ও মামলার অপর ৩ আসামিদের খালাস দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status