বাংলারজমিন

বান্দরবানে চার ইভেন্টে অংশ নিচ্ছেন ২৪ অ্যাডভেঞ্চার

বান্দরবান প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

পাহাড় থেকে রশি বেয়ে নামছে অ্যাডভেঞ্চাররা। দূর থেকে দেখলেই মনে হবে শূন্যে ভাসছে কোন মানুষ। বান্দরবানের প্রায় দেড়শ’ ফুট উচ্চতার রিজুক ঝর্ণায় অনুষ্ঠিত হলো অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের প্রথম দিন। জেলা শহর থেকে ৬৬ কি:মি দূরে রুমা উপজেলার রিজুক (রি স্বং স্বং) ঝর্ণায় ক্যানিওনিং ও সাঙ্গু নদীতে কায়াকিং ইভেন্টে অংশ নেয় ২৪ জন অ্যাডভেঞ্চার। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এর আগে ১১ই জানুয়ারি জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব-২০২০ রাঙ্গামাটিতে উদ্বোধন করা হয়। বান্দরবানে ৪টি ইভেন্টে পার্বত্য অঞ্চলের ৭ জনসহ অংশ গ্রহণ করছে ২৪জন। সোমবার রুমা সদরের মুনলাই পাড়া ব্যাচ ক্যাম্পের নিকটে অনুষ্ঠিত হবে জিপ লাইন, ফ্রি টপ ও বগালেক সড়কে হাইকিং ইভেন্ট। রাজশাহী থেকে আসা অ্যাডভেঞ্চার নাফিসা আকতার তার প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে জানান, দেড়শ’ ফুট উপর থেকে ঝর্ণার পানি পড়ছে। এই অবস্থায় স্বাভাবিক ভাবে একটু ভয় কাজ করে, তারপরও মধ্যখানে অনুভূতিটা অন্যরকম মনে হয়। রিজুক ঝর্ণার এডভেঞ্চারের পর ভবিষ্যতে আরো বেশি পাহাড় জয় করার স্বপ্নের কথা জানান এই নারী প্রতিযোগী। ভারতের কলকাতা থেকে আসা ট্রেইনার অতনু ধর জানান- প্রাকৃতিক সচেতনা সৃষ্টি, বন্ধুত্ব তথা টিম বিল্ডিং তৈরী করার জন্য এই আয়োজন ভূমিকা রাখবে। এই প্রশিক্ষকের মতে অ্যাডভেঞ্চার খেলাধুলার মাধ্যমে তরুণ তরুণী প্রতিযোগীদের চারিত্রিক পরিবর্তন ঘটে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় এই উৎসব চলছে। এতে ২ জন ভারতীয় ট্রেইনার, ৬ জন নারী প্রতিযোগীসহ মোট ২৪ জন বান্দরবানের ইভেন্টে অংশ নিচ্ছেন।
প্রতিযোগীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাহাড়ে অ্যাডভেঞ্চারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভিন্নভাবে প্রচার হচ্ছে। পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রমোট হবে।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status