বাংলারজমিন

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না অগ্নিদগ্ধ বৃষ্টির

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

২০২০-০১-১৪

নীলফামারীর ডিমলায় ৯ বছরের শিশু বৃষ্টি আক্তার শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়ে ডিমলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে, উপজেলার গয়াযবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (উকিল পাড়া) গ্রামের প্রতিবন্ধী অসহায় আতাউর রহমানের মেয়ে ও দক্ষিণ খড়িবাড়ী মুক্তা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার (৯) গত শুক্রবার সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের সময় তার পরনের কাপড়ে আগুন লেগে শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ বৃষ্টিকে ওই রাতেই চিকিৎসার জন্য ডিমলা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। অসহায় পরিবারটি চিকিৎসার খরচ বহন করতে না পারায় আবারো ডিমলা হাসপাতালে এনে বৃষ্টিকে ভর্তি করায়। সোমবার ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা সভায় বৃষ্টির বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বৃষ্টির খোঁজখবর নেয়ার জন্য ডিমলা হাসপাতালে ছুটে যান। বৃষ্টির উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করে বৃষ্টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের বার্ন ইউনিটে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। বৃষ্টির অসহায় পিতা প্রতিবন্দি আতাউড় রহমান মেয়ের চিকিৎসার জন্য দেশের সকলের কাছে সাহায্যের আবেদন করেন। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার ০১৭৪৪৩২০২৫৩ (দাদু)। এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, অগ্নিদগ্ধ অসহার বৃষ্টিকে দেখতে ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার উন্নত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status