বাংলারজমিন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি

২০২০-০১-১৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া-খাল থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও মজুত করায় দুইজন  মজুতদার বালু ব্যবসায়ীর  বিরুদ্ধে ছয় লাখ পঞ্চাশ হাজার চারশ’ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরবর্তী সাতদিনের মধ্যে এ ক্ষতিপূরণের জরিমানার টাকা পরিশোধের জন্য পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা লিখিত নির্দেশনা দিয়েছেন।
জানা যায়, গত ১২ই জানুয়ারি  পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত শুনানি শেষে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার বিভিন্ন পাহাড়ি ছড়া- কোয়ারি হতে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন করায় জরিমানা করা হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৬ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। আরোপিত উক্ত ক্ষতিপূরণ দু’জনকে বিভাজন করা হয়। রিফাত এন্টারপ্রাইজ, সাতগাঁও, চৌমুহনা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর প্রোপ্রাইটর মো. কদর মিয়ার বিরুদ্ধে ৩ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা ও রূপালী এন্টারপ্রাইজ, সাতগাঁও স্টেশন চৌমুহনী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর প্রোপ্রাইটর জলিল মাহমুদ এর বিরুদ্ধে ২ লাখ ৫২,০০০ টাকা আরোপ করা হয়। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, গত দু’দিন আগে জেলা পবিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম কর্তৃক শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status