দেশ বিদেশ

সাভারে প্রতিপক্ষের হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:৫৬ পূর্বাহ্ন

সাভারে একটি মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মাহফুজুর রহমান মাফু (৪০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যার কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান মাফু ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের আফসার মোল্লার ছেলে। বর্তমানে সে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার হাজী মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন বাবুসহ তিনজন তারা সবাই সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রোববার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ কল্যান সংস্থা মার্কেটের নিচতলায় মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন মাহফুজুর রহমান মাফুকে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাফুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মাহফুজুর রহমান মাফুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন টিপুসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status