শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার দখল করে ছাত্রলীগের ‘দলীয় কার্যালয়’

মোঃ জয়নাল আবেদিন, কুবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ৭:৩৮ পূর্বাহ্ন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উত্তর পাশে আছে একটি ব্যায়ামাগার। এক কক্ষ বিশিষ্ট টিনের চালের ব্যায়ামাগারটি শরীর চর্চার জন্য করার উদ্যােগ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়ে  প্রায়  ৫ লক্ষ টাকার।  সপ্তাহ দুই-তিন মতো নিয়মিত চলে শরীরচর্চা। কিন্তু এ-ই ব্যায়ামাগারটি শাখা ছাত্রলীগ দখলে নিয়ে নানা কার্যক্রম চালায়। 'দলীয় কার্যালয়' নামে ফেসবুকে প্রচারণাও চালানো হয়। দিন দিন শরীরচর্চা বিমুখ হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে শিক্ষক ও  সাধারণ শিক্ষার্থীরা শরীর চর্চার সুযোগ না পেয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
 
খোঁজ নিয়ে জানা যায়,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারটি গত বছরের ২৮শে অক্টোবর উদ্বোধন করেন ভিসি অধ্যাপক এমরান কবির চৌধুরী। এর পর থেকেই ব্যায়ামাগারের নিয়ন্ত্রণ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেখানে তারা ছাত্রলীগের কার্যালয় বানায়। দখলকৃত ব্যায়ামাগার থেকে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম চলে। অধিকাংশ সময় ব্যায়ামাগারটি তালাবন্ধ করে রাখা হয়। বিভিন্ন দিবসে এখানে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। গত রোববার সকালে সেখানে দেখা যায়, ব্যায়ামাগারের সামনের ফলকে বিশ্ববিদ্যালয়ের লোগোসহ ‘ব্যায়ামাগার’ লেখা রয়েছে। পাশেই ছাত্রলীগের সম্মেলনের পোস্টার ও জাতীয় পতাকার পাশাপাশি ছাত্রলীগের পতাকা উড়ছে।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে চার লাখ টাকায় ব্যায়ামাগারটি নির্মিত হয়। ভবন নির্মাণের পর কেন্দ্রীয় ক্রীড়া কমিটির মাধ্যমে ব্যায়ামাগারে ব্যবহার করার জন্য ৪ লাখ ৭০ হাজার ৬৭৪ টাকার ১৭ ধরনের যন্ত্রপাতি কেনা হয়। নিয়ম অনুযায়ী, শারীরিক শিক্ষা কার্যালয়ের কাছে ব্যায়ামাগার হস্তান্তর করার কথা থাকলেও সেটি হয়নি। তবে শারীরিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, ব্যায়ামাগার পরিচালনা করার বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ব্যায়ামাগার সবসময় খোলা থাকে। বিশ্ববিদ্যালয়ের যে কেউ ইচ্ছা করলেই সেখানে জিম করতে পারেন। কার্যালয় বানিয়ে রাখার বিষয়ে তিনি বলেন, আমরা খেলার পর কিছু সময় বসি। সেটা কার্যালয় হিসেবে নয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি এমরান কবির চৌধুরী বলেন, ব্যায়ামাগার অবশ্যই ছাত্রদের জন্য। তবে ছাত্রলীগ দখল করার বিষয়ে আমার জানা নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status