ভারত

পশ্চিমবঙ্গ সফরে মোদীকে কালো পতাকা দেখাবে বামরা

কলকাতা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

শনি ও রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠাসূচির উদ্বোধনে পশ্চিমবঙ্গ সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সফরকালে সিএএ ও এনআরসির বিরোধীতায় প্রতিবাদ জানাবে ১৭টি বামপন্থি এবং তাদের সহযোগী সংগঠনগুলি। কলকাতা বিমানবন্দরে নামার পরই প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে বলে জানা গেছে। মোদীর যাত্রাপথে  ‘নরেন্দ্র মোদি গো ব্যাক’ স্লোগান, সিএএ ও এনআরসি বিরোধিতায় পোস্টার, ব্যানার এবং কালো পতাকা দেখিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন । তবে শুধু বামপন্থীরাই নয়, মোদির সফরকে বয়কট করে পথ অবরোধ, বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিক্ষোভে অংশ নিতে পারেন জেএনইউ, জেএমইউআই, দিল্লি এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। ‘নো এনআরসি মুভমেন্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক কমল শূর জানিয়েছেন, তারা  বিমানবন্দরে যাওয়ার রাস্তা অবরোধ করবেন এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখাবেন। একইভাবে ‘সহমন’ নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন বলেছে তারা কৈখালির সামনে পথ অবরোধ করবেন। প্রধানমন্ত্রীর সফরে অশান্তির আঁচ পেয়ে মঙ্গলবারই অতিরিক্ত এসপিজি পাঠানো হয়েছে কলকাতায়। তারা বিশেষ কমিশনার জাভেদ শামিমের সঙ্গে কয়েক দফা নিরাপত্তা সংক্রান্ত আলোচনাও করেছেন। মোদি যে রাস্তা দিয়ে এবং যে যে জায়গায় যাবেন সেগুলিও রেইকি করছে ওই এসপিজি দলটি। প্রতিটি জায়গায় থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। শনিবার বিকেল পাঁচটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা মোদির। সেখান থেকে তিনি সোজা ডালহৌসির ওল্ড কারেন্সি ভবন যাবেন। সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতা বন্দরের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে হাওড়া সেতুতে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শোর উদ্বোধন করবেন। সেখান থেকে বেলুড় মঠ হয়ে রাত ৯টা নাগাদ রাজভবন ফেরার কথা তাঁর। রবিবার নেতাজি ইন্ডোরে সকাল ১১টা নাগাদ কলকাতা বন্দরের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status