ঢাকা সিটি নির্বাচন- ২০২০

সাঈদ খোকন বললেন আলহামদুলিল্লাহ্‌ আমি খুশি

স্টাফ রিপোর্টার

৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। তিনি বলেন, বাবার পর আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যা ভালো মনে করেছেন, সে সিদ্ধান্তই নিয়েছেন। আমি তা খুশি মনে মেনে নিয়েছি। আমি তা মাথা পেতে নিলাম।

গতকাল নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় সাঈদ খোকন এসব কথা বলেন। মেয়র বলেন, বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে রাজনীতিতে এসেছি। তাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে শেখ হাসিনাই আমার অভিভাবক। আমি বলেছিলাম, তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। আমার নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আমি খুশি মনে বলতে চাই, আলহামদুলিল্লাহ্‌। আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন তা খুশি মনে মেনে নিয়েছি। তিনি যেটা ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন সেটাই করেছেন।  আমি খুশি, আমি আনন্দিত। মেয়র হিসেবে আপনার অসমাপ্ত কাজ কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত ব্যাখ্যায় কোনো ভুল না থাকলে আগামী ১৭ই মে আমার মেয়াদকাল শেষ হবে। এ সময়টুকুতে সব কার্যক্রম চালিয়ে যাবো। ‘বিশেষ জল-সবুজের ঢাকা প্রকল্পে’র আওতায় ঢাকার খেলার মাঠগুলোর ৮০ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি, মাস দুই-তিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রকল্প রয়েছে কিছু। সেগুলোর কাজ এগিয়ে নেবো। পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত মেয়র বাকি কাজ সম্পন্ন করবেন। মেয়র খোকন বলেন,  একজনের পক্ষে সব হয় না। আমি শুরু করেছি, কিছুটা করেছি, বাকিটা নতুন মেয়র করবেন। এভাবেই শহর ও দেশ এগিয়ে যাবে।

মেয়র হিসেবে নিজেকে সফল মনে করেন কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি ইতিবাচক ধারার সূচনা করেছি। মৌলিক সমস্যার সমাধান করেছি। আমি সফল। তবে আমিও মানুষ, ফেরেশতা না। ভুল-ত্রুটি থাকতে পারে। ১০টা কাজ করলে সব সঠিক করেছি, সেটি বলবো না। আগামীতে যিনি আসবেন তাকে আমার পরামর্শ ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবো। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কপোরেশনের ভোটগ্রহণের জন্য আগামী ৩০শে জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status