ঢাকা সিটি নির্বাচন- ২০২০

ঢাকা সিটি নির্বাচন

এখনো সরেনি পোস্টার

স্টাফ রিপোর্টার

৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

একমাস পর ঢাকার দুই সিটির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই পোস্টার সাঁটিয়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। আগাম প্রচারণার অংশ হিসেবে সাঁটানো ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল ২৬শে ডিসেম্বরের মধ্যে আগাম প্রচারণামূলক সব পোস্টার নামানোর। নির্দেশনা অমান্য করে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই আগে থেকে সাঁটানো পোস্টার সরিয়ে নেননি। একই সঙ্গে সম্প্রতি  সংসদে পাশ হওয়া আইনের তোয়াক্কাও কেউ করছেন না। আইন অমান্য করে শহরের প্রধান সড়ক এমনকি অলিগলির দেয়ালও পোস্টার সাঁটিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল রাজধানীর কয়েকটি স্থান ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে ঝুলছে সংরক্ষিত প্রার্থী নিলুফার ইয়াসমিন ইতির পোস্টার। উত্তর বাড্ডার একাধিক গলিতে তার আগাম প্রচারণার পোস্টার সাঁটানো হয় আরো দিন কয়েক আগে। ইসির নির্দেশনার পরও ইতির প্রচারণা মূলক ওই পোস্টার আর সরানো হয়নি। আগাম নির্বাচনি প্রচারণার পোস্টার লক্ষ্য করা গেছে রাজধানী কাকরাইল ও সেগুন বাগিচা এলাকায়ও।

সেখানে দুই কাউন্সিলর প্রার্থীর পোস্টার সাঁটানো হয়েছে দেয়ালে দেয়ালে। কাকরাইল বাসস্ট্যান্ডে দেখা মেলে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনির আহমেদ মনার পোস্টার। আগাম প্রচারণার ওই পোস্টারে লেখা রয়েছে ‘পল্টনের কৃতি সন্তান মনির আহমেদ মনাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই’। তার এই পোস্টার সাঁটানো হয়েছে কাকরাইল ও বিজয় নগরের কয়েকটি দেয়ালে। অন্যদিকে সেগুন বাগিচার রাজস্ব ভবনের বিপরীত পাশে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী শামীমুল ইসলাম তারার ছবি সংবলিত পোস্টার। বৃহস্পতিবার শেষ সময় থাকার পরও তাদের এই পোস্টার সরেনি দেয়াল থেকে। একই স্থানে সদ্য শেষ হওয়া জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে সাঁটানো পোস্টার লক্ষ্য করা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status