খেলা

হেটমায়ার-হোপের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে দিলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

শিমরন হেটমায়ার-শেই হোপের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে আজ অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৪৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। ১৮ই ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। ওই ম্যাচে জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে বিরাট কোহলির দলের।
পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করা হেটমায়ার ১০৬ বলে ১৩৯ রান করে আউট হন। ১১ বাউন্ডারি ও ৭ ছক্কায় বিধ্বংসী ইনিংসটি সাজান তিনি। হোপ ১৪৯ বলে পূর্ণ করেন ক্যরিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে হোপ-হেটমায়ারের ২১৮ রানের জুটিই পথ দেখিয়ে দেয় উইন্ডিজকে। শেষ দিকে
নিকোলাস পুরান ২৩ বলে ২৯* রানের কার্যকরী ইনিংস খেলেন। হোপের সঙ্গে ৬২ রানের নিরবিচ্ছিন্ন জুটিতে পুরান জয় উপহার দেন দলকে। ভারতের হয়ে একটি করে উইকেট নেন দীপক চাহার ও মোহাম্মদ শামি।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতা ভারতের শুরুটা ভালো হয়নি আজ। দলীয় ২৬ রানের মধ্যে লোকেশ রাহুল (৬) ও অধিনায়ক বিরাট কোহলিকে (৪) হারায় স্বাগতিকরা। দলীয় ৮০ রানে বিদায় নেন রোহিত শর্মাও (৩৬)। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ার-ঋষভ পান্তের ১১৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তবে ১৬ রানের ব্যবধানে এ দুজনের বিদায়ে ভারতের রানের গতি কমে যায়। আইয়ার ৮৮ বলে ৭০ ও পান্ত ৬৯ বলে করেন ৭১ রান। কেদার যাদবের ৩৫ বলে ৪০ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৮৭-তে থামে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কটরেল ১০ ওভারে ৩ মেডেনসহ ৪৬ রান দিয়ে তুলে নেন রাহুল ও কোহলির উইকেট। এছাড়া আলজারি জোসেফ ও কেমো পল ২টি করে উইকেট নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status