খেলা

আবারো তৃতীয় বিভাগ ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিং!

স্পোর্টস রিপোর্টার

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৪ পূর্বাহ্ন

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটের আম্পয়ারদের মান নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ক্লাব কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় গতকাল তৃতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ারদের বির্তকিত সিদ্ধান্ত নিয়ে তুঘলকি কাণ্ড ঘটেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। অভিযোগ উঠেছে সবুজ বাংলা ক্রীড়া চক্রের বিপক্ষে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে জয় পাইয়ে দিতে চারটি বির্তকিত এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিয়েছেন দুই আম্পায়ার তরিকুল ইসলাম মাসুম ও মাসুদ রানা। বেশ কয়েকটি রান আউটের সিদ্ধান্তও সবুজ বাংলা ক্রীড়া চক্রের বিপক্ষে গেছে বলে দাবি করেছেন ক্লাবটির কর্মকর্তারা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন সিসিডিএম’র সদস্য সচিব আলী হোসেন।   
তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও সবুজ বাংলা ক্রীড়া চক্রের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল গতকাল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলাবাগান ক্রীড়া চক্র। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ১৩৯ রানে গুটিয়ে যায় কলাবাগান। অভিযোগ উঠেছে সবুজ বাংলার ইনিংসে চারটি বির্তকিত এলবির সিদ্ধান্ত দিয়েছেন দুই আম্পায়ার। বিতর্কিত এসব আউটের সিদ্ধান্তে মাঠেই প্রতিবাদ করেন সবুজ বাংলা ক্রীড়া চক্রের ক্রিকেটাররা। একই সঙ্গে মাঠের বাইরে অবস্থানরত টিম ম্যানেজমেন্টের লোকজনের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সবুজ বাংলার খেলোয়াড়রা কান্নাকাটি করে মাঠের বাইরে এসে অবস্থান নিলে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। পরে বিসিবির কর্মকর্তাদের অনুরোধে সবুজ বাংলার ক্রিকেটাররা মাঠে ফিরলে পুনরায় খেলা শুরু হয়। অভিযোগ রয়েছে, এসময় স্থানীয় সাংবাদিকরা ভিডিওচিত্র ধারণ করতে গেলে বিসিবির নিরাপত্তা কর্মীরা তাদের তেড়ে আসেন এবং কয়েকজনকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন।  বিরতির পর যাত্রাবাড়ি ব্যাটিংয়ে নামলে বেশ কয়েকটি রান আউটের আবেদন মাঠের আম্পায়ারদ্বয় নাকচ করে দিলে পুনরায় মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সবুজ বাংলা ক্রীড়া চক্রের খেলোয়াড়রা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বিসিবির কর্মকর্তাদের পায়ে পর্যন্ত ধরেন। তাতেও কোনো ফল না পাওয়ায় খেলোয়াড়রা এক প্রকার নিষ্প্রাণভাবেই বাকি ওভার শেষ করেন। খেলা শেষে সবুজ বাংলার কর্মকর্তা ও খেলায়াড়রা দাবি করেন, আম্পায়ারের একের পর বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ম্যাচটি হারতে হয়েছে তাদের। যদিও সিসিডিএম’র সদস্য সচিব আলী হোসেনের দাবি, ম্যাচটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। পরাজিত দল অতিরঞ্জিত প্রশ্ন তুলে পরিস্থিতি ঘোলা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status