খেলা

হোঁচট খেয়েও ‘খুশি’ বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

অ্যাওয়ে ম্যাচে আবারো পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগুনে লড়াই সামনে রেখে হোঁচট খেলো কাতালান জায়ান্টরা। তবে সর্বশেষ ম্যাচে ড্রতেও খুশি বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ২-২ গোলের ড্রতে খেলা শেষ করে গত টানা দুবারের চ্যাম্পিয়নরা। নিজেদের আনোয়েতা মাঠে ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৩৮তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৯তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির স্বার্থপরতাহীন এক পাসে আদায় করা লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। তবে মুহুর্মুহু আক্রমণে বার্সাকে ব্যতিব্যস্ত রেখে ৬২তম মিনিটে সমতাসূচক গোল আদায় করে সোসিয়েদাদ। পুরো ম্যাচে ৫৩% বল দখলে রেখে বার্সার গোলবারে ১৯টি শট নেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। বিপরীতে কাতালানরা নেয় ৯টি শট। ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্দে বলেন, ‘আমরা দারুণ একটি দলের বিপক্ষে খেলছিলাম চলতি মৌসুম যাদের আক্রমণভাগের খেলোয়াড়রা উড়ন্ত ফর্মে রয়েছে। অ্যাওয়ে ম্যাচে  ভুগছি আমরা যেমনটি দেখা যাচ্ছে আসরের অন্য দলগুলোর ক্ষেত্রেও। শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লীগেও দেখা যাচ্ছে এ চিত্র।’ ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তোলেন বার্সা কোচ। ম্যাচে দুটি পেনাল্টির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে বলে দাবি ভালভার্দের। ম্যাচের দ্বাদশ মিনিটে ডি-বক্সে বুসকেতস প্রতিপক্ষের দিয়েগো ইয়োরেন্তেকে জার্সি ধরে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সোসিয়েদাদকে এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল। ম্যাচের যোগ করা সময়ে সোসিয়েদাদের ডি-বক্সে ইয়োরেন্তের সঙ্গে বল দখলের লড়াইয়ে জেরার্দ পিকে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে বার্সেলোনা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি। ম্যাচ শেষে ভালভার্দে বলেন, ‘পিকের পেনাল্টি? আমি এর রিপ্লে দেখিনি, তবে এরপরও আমি বলবো, ওটা পেনাল্টি ছিল এবং বুসকেটসেরটা ছিল না। আমার ধারণা, রিয়াল সোসিয়েদাদের কোচ এর উল্টোটা বলবেন।’ পেনাল্টি প্রশ্নে ভিএআরের সাহায্য না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বুসকেটসও। বার্সেলোনার স্প্যানিয়ার্ড মিডফিল্ডার বলেন, ‘প্রথম পেনাল্টির ক্ষেত্রে হয়তো আমি জার্সি টেনেছিলাম। তবে যদি এতো ছোট কারণে স্পট কিক দেয়া হয়, তাহলে আরও অনেক পেনাল্টি দিতে হবে। ম্যাচের শেষভাগে ভিএআর ব্যবহারের দরকার ছিল। পিকের ওটা পরিষ্কার পেনাল্টি ছিল।’
চলতি মৌসুম লা লিগায় ৯ অ্যাওয়ে ম্যাচের মাত্র চারটিতে জয় দেখেছে গত টানা দুইবারের শিরোপাজয়ী বার্সেলোনা। আসরে কেবল সেভিয়ার রয়েছে পাঁচটি অ্যাওয়ে জয়। অ্যাওয়ে ৭ ম্যাচের চারটিতে জয় দেখেছে রিয়াল মাদ্রিদও। চলতি লা লিগায় ১৬ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৩৫ পয়েন্ট। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ রিয়াল মাদ্রিদের। আসরে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। আগামী ১৮ই ডিসেম্বর নিজেদের ন্যু ক্যাম্প মাঠে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী  রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status