বিনোদন

তরুণ সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১০:১৩ পূর্বাহ্ন

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। নিজ স্টুডিওতে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর সিটি হাসপাতালে আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। হাসপাতালটির ডিউটি অফিসার সাজেদুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত তিনটার দিকে তাকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তখন তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। জরুরি বিভাগে ভর্তির কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এদিকে পৃথ্বীরাজের কাছের বন্ধু গীতিকার যাযাবর রাসেল বলেন, গতকাল রাত ১০টার দিকে কাজ করার জন্য ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান পৃথ্বী। এরপর রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত তার স্ত্রী বারবার ফোন করলেও তিনি ফোন ধরছিলেন না। শুরুতে ধারণা করা হচ্ছিল, তিনি কাজ করছিলেন। কিন্তু ফোনে রেসপন্স না করায় আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্বজনরা সেখানে যান। অনেকবার দরজা নক করেও ভেতর থেকে পৃথ্বীরাজের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় তিনি চেয়ারেই নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তাকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি পৃথ্বীরাজের পরিচালনায় শিল্পী রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ শিরোনামে গানটি জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কর্মরত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status