দেশ বিদেশ

বিএনপি কর্মী মনে করে ডিএসবি সদস্যকে পেটালেন ওসি

মৌলভীবাজার প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৫ পূর্বাহ্ন

বিএনপির’র কর্মী মনে করে প্রকাশ্যে রাস্তায় ডিএসবির কনস্টেবল আবুল বাশারকে পেটালেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার চৌমুহনায় ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজার চৌমুহনা থেকে সকাল ১০টায় বিএনপি’র মিছিল হবার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে চৌমুহনা এলাকায়  পৌঁছান ডিএসবি সদস্য আবুল বাশার। এসময় মডেল থানার এসআই তাপসের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনায় দায়িত্ব পালনরত ছিল। সকাল ১১টার দিকে বিএনপি’র ১৫-২০ জন লোক জড়ো হয়েছিল রাস্তায়। এমন সময় আবুল বাশার দায়িত্ব পালন করছিলেন চৌমুহনায়। পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন ডিএসবি সদস্য আবুল বাশারকে বিএনপি কর্মী বলে পেছন দিক থেকে এসে পেটাতে থাকেন। ডিএসবি সদস্য আবুল বাশার জানান, ‘সকালে আমি অফিসে আসার পর পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সঙ্গে চৌমুহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে। ঘটনার সময় আমি যখন ছবি তুলতে যাই। হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি যে আমি ডিএসবি সদস্য। এরপর তিনি আমাকে মাথায় আঘাত করেন’। এসময় ডিএসবি পরিচয় পাওয়ার পরও মডেল থানার এসআই তাপস বলেন আমাকে উদ্দেশ্য করে বলেন, পুলিশের লোক হলে কি হবে? ডিএসবির লোক কিছু করতে পারবে না। ডিএসবি অফিস একটি বাজে অফিস’। এস আই তাপস অভিযোগের বিষয়ে বলেন, ওসি স্যারের সাথে ভুল বুঝাাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছু বলিনি’। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, মিছিল ছত্রভঙ্গ করতে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার’। এ বিষয়ে নিয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, রাজনৈতিক একটা কর্মসূচি ছিল সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status