বাংলারজমিন

‘আত্মনির্ভরশীল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান নারীরা’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৪ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন একজন উদ্যোক্তা হিসাবে কঠোর মনোবল, উদ্দাম প্রাণশক্তি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে শত বাধা পেরিয়ে একজন আত্মনির্ভরশীল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান নারীরা। একজন আত্মনির্ভরশীল নারী তখনই একজন উদ্যোক্তায় পরিণত হন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরো কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে নগরীর রিকাবি বাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও জাতীয় নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশানাল হকার্স পার্টির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, নব নির্বাচিত সভাপতি শাহিন আকতার সাথী, সংগীত শিল্পী জোতিষ দাশসহ বিভিন্ন সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status