বাংলারজমিন

সাবেক এমপিএ আব্দুল কাদেরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৮:০৮ পূর্বাহ্ন

১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল কাদের (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার দিবাগত রাত আড়াইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার রাতে তাকে সেখানে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনসহ ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এই বর্ষীয়ান রাজনীতিককে শোলাকিয়া এলাকার বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status