অনলাইন
আপিল বিভাগের এজলাস কক্ষে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু
স্টাফ রিপোর্টার
২০১৯-১২-১০
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালতের এজলাস কক্ষে সিসি ক্যামেরা বসাচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বিকালে এসব সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন। তারা বলেছেন, প্রধান বিচারপতির এই উদ্যোগকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হট্টগোলের ঘটনা ঘটে। এতে আপিল বিভাগের কার্যক্রম স্থগিত রেখে বিচারপতিরা এজলাস ত্যাগ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।