অনলাইন
পুলিশ পরিচয়ে প্রেম, বিয়ে, অতঃপর...
চাঁদপুর প্রতিনিধি
২০১৯-১২-১০
পুলিশ পরিচয়ে প্রেম, পরে প্রতারণা করে বিয়ের অপরাধে রেজাউল করিম (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে সদরের উত্তর বালিয়া থেকে প্রতারক ওই যুবককে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। আটক ব্যক্তি ঠাঁকুরগাঁও জেলা সদরের মকবুল হোসেনের ছোট ছেলে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিচয়ে মোবাইলে সদরের উত্তর বালিয়ার আয়েশা আক্তার নামে এক তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে রেজাউল। পরে তাকে বিয়ে করে। বিয়ের প্রায় ২ মাস পর তার শ্বশুড়বাড়ির এলাকায় ভূয়া পুলিশ সদস্য হওয়ার নাটক সবার জানাজানি হয়। পরে মডেল থানায় খবরটি জানালে পুলিশ তাকে আটক করে।
ওসি জানান, গতকাল রেজাউলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেও তার ভূয়া পুলিশ সদস্যের পরিচয়পত্র, পুলিশ পোশাক, ক্যাপ, বুট জব্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিচয়ে মোবাইলে সদরের উত্তর বালিয়ার আয়েশা আক্তার নামে এক তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে রেজাউল। পরে তাকে বিয়ে করে। বিয়ের প্রায় ২ মাস পর তার শ্বশুড়বাড়ির এলাকায় ভূয়া পুলিশ সদস্য হওয়ার নাটক সবার জানাজানি হয়। পরে মডেল থানায় খবরটি জানালে পুলিশ তাকে আটক করে।
ওসি জানান, গতকাল রেজাউলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেও তার ভূয়া পুলিশ সদস্যের পরিচয়পত্র, পুলিশ পোশাক, ক্যাপ, বুট জব্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।