দেশ বিদেশ

আজ থেকে শুরু হচ্ছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ক্যাটামেরিন জাহাজ

স্টাফ রিপোর্টার

২০১৯-১২-১০

আজ মঙ্গলবার থেকে ঢাকা-ইলিশা (ভোলা)-ঢাকা নৌ রুটে চালু হচ্ছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ক্যাটামেরিন জাহাজ সার্ভিস। এটি প্রতিদিন সদরঘাট বিশেষ লঞ্চ টার্মিনাল (লাল কুটির) ঢাকা হইতে সকাল ৭:৩০ মিনিটে এবং ইলিশা লঞ্চ টার্মিনাল (ভোলা) হইতে দুপুর ১:৩০ মিনিটে চলাচল করবে। গ্রীন লাইন জাহাজটি ৬০০ সিট ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্যাটামেরিন জাহাজ। এতে দুই শ্রেণির টিকিট পাওয়া যাবে। বিজনেস ক্লাস টিকিটের মূল্য ১০০০ ও ইকোনমি টিকিটের মূল্য ৭০০ টাকা। গ্রীন লাইনের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন মানবজমিনকে বলেন, ঢাকা-ভোলা রুটে যাত্রীদের নৌ পথে দুর্দশা কিছুটা লাঘব করার জন্যই আমরা এই জাহাজ চালু করতে যাচ্ছি। আশা করছি, আমাদের এই সেবায় যাত্রীরা উপকৃত হবেন।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status