বিনোদন

আলাপন

‘সেগুলোকে এড়িয়ে চলতে হবে’

ফয়সাল রাব্বিকীন

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নিয়মিত গানের জগতে তার বিচরণ। মধ্যে বিরতি নিলেও এখন গানে বেশ সরব তিনি। বছর জুড়েই ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি নতুন গান নিয়েও ব্যস্ততা যাচ্ছে তার। কদিন আগেই দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন সালমা। মেয়ের নাম রেখেছেন সাফিয়া। আর মেয়ের নামেই তিনি এরইমধ্যে শিশুদের শিক্ষার কাজে সহযোগিতা করার জন্য ‘সাফিয়া ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি নিজেই। এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। সব মিলিয়ে কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? সালমা বলেন, বেশ ভালো। তবে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। কারণ গানের পাশাপাশি সামাজিক কাজে অংশ নিতে হচ্ছে। বিভিন্নভাবে আমি ও আমার স্বামী সাগর চেষ্টা করছি সাফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় শিশুদের পাশে দাঁড়াতে। এরইমধ্যে আমরা শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ শুরু করেছি। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই কাজ চলবে। আসলে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছে আমার অনেক দিন আগে থেকেই ছিল। কিন্তু উপায়টা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার স্বামীর সহযোগিতায় এমন একটি ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি। এটা আমার কাছে বড় বিষয়। আমি আজীবন শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে চাই। এবার অন্য প্রসঙ্গে আসি। নতুন গানের কি খবর? সালমা বলেন, নতুন গানের কাজ চলছে। বেশ কিছু গানের কাজ করলাম সম্প্রতি। এরমধ্যে একটি ফোক গান গাইলাম এম এ রহমানের সুর ও সংগীতায়োজনে। জিয়াউদ্দিন আলমের সুর ও রেজওয়ানের সংগীতেও একটি গানে কন্ঠ দিয়েছি। সর্বশেষ রাফির সংগীতায়োজনে একটি গানে কন্ঠ দিয়েছি। এর বাইরে কয়েকটি গান তৈরি হয়ে আছে। এরমধ্যে থেকে কিছু গান প্রকাশ হবে অন্য কোম্পানি থেকে। নতুন বছর থেকে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকেও নিয়মিত গান প্রকাশ করবো। এগুলো ভিডিওসহই প্রকাশ হবে। সামনেই হয়তো গানের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাছাড়া নতুন বছরে গান নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? সালমা উত্তরে বলেন, মিউজিক ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা এখন মোটামুটি ভালো। যে যার মতো করে গান প্রকাশ করতে পারছে। যেমন আমি গান বিভিন্ন কোম্পানি থেকে যেমন প্রকাশ করছি আবার নিজের ইউটিউব চ্যানেল থেকেও করছি। নিজের চ্যানেলে প্রকাশ করলে আমার গানের স্বত্বটা অন্য কাউকে দিয়ে দিতে হয় না। এটা একটা ইতিবাচক দিক। আমি মনে করি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির অবস্থা ভালোর দিকে যাবে। কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা প্রকাশের ভালো সুযোগ রয়েছে। এরইমধ্যে ভালো কিছু শিল্পী উঠে এসেছে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা আরো ভালোর দিকে যাবে বলেই আমার বিশ্বাস।  নেতিবাচক কিছু দিকও রয়েছে ডিজিটাল দুনিয়ায়। তবে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। তাছাড়া ভালো গানের প্রচারণা বেশি দরকার বলে মনে করি। তাহলে এ ধরনের গান শ্রোতাদের কাছে সহজে পৌছাবে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? সালমা উত্তরে বলেন, খুব ভালো। আল্লার রহমত ও সবার দোয়ায় আমরা ভালো আছি। সাগর আমার সব কাজে সহযোগিতা করে, উৎসাহ দেয়। তাছাড়া আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status