খেলা

সালমান-ক্যাটরিনা বললেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

স্পোর্টস রিপোর্টার

২০১৯-১২-০৮


দীর্ঘ অপেক্ষার পর মঞ্চে উঠলেন ক্যাটরিনা কাইফ, পালকিতে চড়ে এসে নাচে মুগ্ধকরলেন সবাইকে। এরপরই সবচেয়ে বড় চমক সালমান খান। ‘ভাইজন’ খ্যাত এই বলিউড সুপারস্টার মাতিয়ে তুললেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী মঞ্চ। তার নাচের তালে তালে মুখর হয়ে উঠলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এরপরই ক্যাটরিনা ও সালমান মঞ্চে এসে দীর্ঘক্ষণ কথা বলেন। শুরুতে সালমান খান বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আসসালামু আলাইকুম ঢাকা।’ এরপর ক্যাটরিনাও বলেন, ‘সালাম ঢাকা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ মাঝে তারা দু’জনই বাংলাদেশের দর্শকদের প্রসংশায় ভাসান। কথা দিয়েছেন আবার ডাকলে আসবেন ঢাকায়। শেষ মুহূর্তে দু’জন একই সঙ্গে নাচের আগে বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ তাদের দ্বৈত নাচের মধ্যদিয়ে শেষ হয় বঙ্গবন্ধু বিপিএলের উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের দুই সুপরস্টার প্রসংশাতে ভাসান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তাকে বারবার ধন্যবাদও জানান।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status