বাংলারজমিন

টেকনাফে ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

টেকনাফে আবারও মাদক কারাবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত কয়েক দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবার বিশালাকারের একাধিক চালান ও পাচারকারী আটক হয়েছে। নাফনদী হয়ে মাদক পাচারের অভিযোগে জেলেদের মাছ শিকার বন্ধ থাকলেও বন্ধ হয়নি মাদক পাচার। নিত্য নতুন কৌশলে মাদক পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা মাদক পাচার কাজ অব্যাহত রেখেছে। সীমান্তে বিজিবি’র টহল জোরদার থাকলেও টহল দলের পরিবর্তন ও খাবার সুযোগে তারা পাচার কাজ করে থাকে বলে ধারণা স্থানীয় সচেতন মহলের। ২রা ডিসেম্বর বেলা ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, পিএসসি সংবাদ সম্মেলনে জানান, বিজিবি’র বিশেষ টহল দল হ্নীলা ইউপিস্থ পশ্চিম সাতঘরিয়া পাড়ার একটি বসত বাড়িতে ইয়াবা লোকানো রয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ভোর রাত ৩: ৪৫ মিনিটের দিকে বসত বাড়ির পিছনে একটি সন্দেহজনক পলিথিনের একটি স্তূপে তল্লাশি করলে পলিথিনে মোড়ানো ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় বাড়ির মালিক পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত হোসেন আলীর ছেলে মো. আবদুল মজিদ (৩৯)কে আটক করা হয়েছে। এছাড়া হ্নীলা বিকওপির অপর একটি অভিযানে ৩ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুরের নাগর কান্দার নিখরহাটি গ্রামের মো. মনির (লিটন) এর স্ত্রী আছমা বেগম(৩২) কে আটক করা হয়েছে। আটকৃকতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে টেকনাফে ২ লক্ষ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে র‌্যাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status