বাংলারজমিন

রংপুরে সংলাপ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৪৩ পূর্বাহ্ন

আধুনিক চিন্তার প্রয়োগ ঘটিয়ে পরিকল্পিত নগরী গড়ার ওপর গুরুত্ব আরোপ করে রংপুরে ‘নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী’ শীর্ষক সংলাপ হয়েছে। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে সংলাপে অংশ নেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
 প্রেস ক্লাব সভাপতি রশিদ বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। সভায় বক্তারা বলেন, সড়কের বেহাল দশা, যানজট, বায়ুদূষণ, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ, ফুটপাথ দখলসহ নানাবিধ সমস্যায় জর্জরিত রয়েছে রংপুর সিটি করপোরেশন। রংপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পনায় আনা না হলে অদূর ভবিষ্যতে বসবাসযোগ্যতা হারাবে নগরী। সেই সঙ্গে বাড়বে নাগরিক দুর্ভোগ। তাই নিজ নিজ অবস্থান থেকে সকলে সচেতন হয়ে সম্মিলিতভাবে নগরের উন্নয়নে কাজ করতে হবে। সংলাপে নগর উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status