বাংলারজমিন

মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৬ পূর্বাহ্ন

অবিলম্বে শ্রম আদালত, সিলেট-এর কার্যক্রম শুরু এবং শ্রম আদালতের মামলার দীর্ঘসূত্রতা নিরসন করে ৯০ দিনের মধ্যে সকল মামলা নিষ্পত্তি করার দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রাতে শহরের কোর্ট রোডস্থ (মনু সেতু সংলগ্ন) কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কোর্ট রোড, চৌমুহনা, শমসেরনগর রোড প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে সমাপ্ত হয়। এর আগে দলীয় কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন- সরকার গত ২৪শে জুন ২০১৯ শ্রম আদালত, সিলেট স্থাপন করে প্রজ্ঞাপন জারি করার দীর্ঘ ৫ মাসের বেশি অতিবাহিত হলেও শ্রম আদালত, সিলেট কার্যক্রম এখনো পর্যন্ত শুরু করা হয়নি। শ্রমিকদের আইনগত অধিকার বাস্তবায়নের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে শ্রম আদালত। কিন্তু শ্রম আদালতের কার্যক্রম শুরু না করায় হোটেল শ্রমিক, চা-শ্রমিকসহ সিলেট বিভাগের কয়েক লাখ শ্রমিকের আইনগত প্রতিকারের কোনো সুযোগ থাকছে না। এমনকি প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে সিলেট বিভাগের শ্রমিকদের জন্য চট্টগ্রামস্থ ২য় শ্রম আদালতের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। এমনিতেই আমাদের দেশের অধিকাংশ মালিকরা শ্রম আইনের বিধি-বিধান মানেন না বা মানতে চান না। তার ওপর শ্রম আদালত, সিলেট কার্যক্রম শুরু না করায় তাদের শ্রম আইন লঙ্ঘনের মাত্রা আরো বেড়ে গেছে। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। এ ছাড়া বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩-এর সভাপতি সোহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হরিনারায়ণ হাজরা, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক নেতা মো. জামাল মিয়া, সোহেল আহমেদ সুবেল, মো. কিসমত মিয়া, মো. গিয়াসউদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status