সাউথ এশিয়ান গেমস- ২০১৯

স্বর্ণ জয়ের মিশনে শুরুতেই ধাক্কাখেল ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু ( নেপাল) থেকে

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৪:১৫ পূর্বাহ্ন

ফুলে ফেপে উঠা প্রত্যাশাকে প্রথম ম্যাচেই মিইয়ে দিলেন ফুটবলারররা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার দূর্বল ভুটানের কাছে ১-০ গোলে হার দিয়ে দক্ষিণ এশিয়ান গেমস শুরু করলো তারা। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
গোলশূন্য প্রথমার্ধে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ নষ্ট হয় ৩৮তম মিনিটে। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সাদউদ্দিন ঠিকঠাক হেড নিতে পারেননি। ৬৫তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে চেনচো গেইলশেন বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকু পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি। ভুটানের ফরোয়ার্ড নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন।
১৯৯৯ সালে প্রথম এই ইভেন্টে সেরা হওয়া বাংলাদেশ ২০১০ সালে দ্বিতীয় ও সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার পেয়েছিল ব্রোঞ্জ। এবার সোনার পদক ফিরে পাওয়ার মিশনের শুরুতেই ধাক্কা খেল দল।
২০১৬ সালে অক্টোবওে বিশ^কাপ বাছাই পর্বে ভুটানের কাছে প্রথম হাওে জাতীয় দল। এবার এসএ গেমসে প্রথম হার দেখলো অনুর্ধ্ব-২৩ ফুটবল দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status