বাংলারজমিন

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

লেখাপড়ায় উৎসাহী করতে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭ বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ময়মনসিংহ সিটি করপোরেশন এসব কৃতী শিক্ষার্থীদের ল্যাপটপ, স্মার্ট মোবাইল সেট, দামি ক্যালকুটের, স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ ছাড়াও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল টাউন হল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- শুধু জিপিএ-৫ পেলেই হবে না। মানুষের মতো মানুষ হতে হবে। আবরার হত্যাকারীরা মেধাবী ছিল। কিন্তু মনুষ্যত্ব ছিল না। সততা ছাড়া মেধার কোনো মূল্য নেই। দক্ষতা ছাড়া কর্ম মূল্যহীন। একজন ভিক্ষুকও সরকারকে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকা সরকার শিক্ষার্থীর পেছনে খরচ করে উচ্চ শিক্ষিত করে। জনগণের অর্থে শিক্ষিত হয়ে জনগণের সেবা করতে হবে। এই সংবর্ধনা প্রদানের উদ্যোক্তা ইকরামুল হক টিটু ময়মনসিংহ পৌরমেয়র শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহ দিতে প্রথম এই সংবর্ধনা আয়োজন করেন। একাধারে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৬ বছর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়ে আসছেন। বর্তমান সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু সর্বশেষ ২০১৯ সালে ২২শে নভেম্বর পৌনে ২ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়ে রেকর্ড গড়েছেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সনদ, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সরকারি এএম কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

 শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম শফিক ও তাজুল ইসলাম।

২০১৮ সালে ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়। সরকার তার সাফল্যের বিবেচনা করে ইকরামুল হক টিটুর মেয়র পদ বিলুপ্ত হওয়ার পর তাকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ২০১২ সালে যখন সংবর্ধনা দেন তখন ৭ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী তার ভাইয়ের সংবর্ধনা দেখে সে উৎসাহিত হয়েছিল। সেও ভালো ফলাফল করবে এই সংবর্ধনা নেয়ার জন্য। এবার এসএসসি ভালো করে সে সংবর্ধনা গ্রহণ করেছে। আলোচনা সভায় সে নিজে সাফল্যের গল্প শোনালেন কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের।

সাবেক সফল মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের একজন স্বপ্নবাজ মানুষ। তার প্রতিটি পদক্ষেপ সুদূরপ্রসারী। ৬ বছর আগে যে স্বপ্নটি দেখেছিলেন তা বাস্তবে সফল হয়েছে। তিনি সিটি করপোরেশনের দায়িত্ব পেলে শিক্ষাব প্রসারে সিটি করপোরেশনের উদ্যোগে শহরের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। অভিভাবকরা বলেছেন সংবর্ধনার ফলে ছেলে-মেয়ে লেখাপড়া উৎসাহিত হয় এবং শিক্ষা ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠে। তাদের মনে বাসনা জাগে ভালো ফলাফল করলে সম্মান পাওয়া যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status