দেশ বিদেশ

আয়কর মেলায় রাজস্ব আদায় ২৬১৩ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী আয়কর মেলার ২ হাজার ৬১৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। বুধবার রাতে এ তথ্য জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় রিটার্ন দাখিল ও আয়কর বাবদ মোট ২ হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকার রাজস্ব আহরণ হয়েছে। তবে, এ বছর মেলায় কর আদায়ের প্রত্যাশা ছিল ৩ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের পাশাপাশি এই সময়ে মেলায় এসে সেবা গ্রহণ করেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৩৭ জন, রিটার্ন দাখিল করেন ৬ লাখ ৫৫ হাজার ৯৫টি এবং নতুন ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন ৩২ হাজার ৯৩১ জন করদাতা। এদিকে, মেলার শেষ দিন রাজধানীর অফিসার্স ক্লাবসহ ১২০টি স্পট থেকে মোট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ হয়েছে ৫৯৭ কোটি ১ লাখ ৬৪হাজার ৫৪৮ টাকা। সেবা গ্রহণ করেন ৩ লাখ ৫০ হাজার ৭৯৫ জন, রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ১৫ হাজার ১৮৫টি এবং নতুন ই-টিআইন নিবন্ধন নিয়েছেন ৬ হাজার ১৩০ জন করদাতা। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- স্লোগান এবং কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন- প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। মেলার শেষদিন ছিল বুধবার। এদিন মেলা চলে রাত ৮টা পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status