দেশ বিদেশ

রাজশাহীতে ছয় মাসে ৫৪টি অস্ত্র ও ১৯ কেজি হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৯:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীসহ চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট এই পাঁচটি জেলায় গত ছয় মাসে পৃথক অভিযানে মোট ৫৪টি অস্ত্র, প্রায় ১৯ কেজি হেরোইন ও অন্যান্য বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এরমধ্যে রাজশাহী নগরী থেকেই ৯টি অস্ত্র এবং প্রায় ছয় কেজি হেরোইন ও বিভিন্ন পদের মাদকসহ ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য জানান। বানেশ্বরে শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সুজন আলী ওরফে বাবুকে (৩০) গ্রেপ্তার উপলক্ষে র‌্যাব-৫ এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত বুধবার রাত সাড়ে ১১টার পর পুঠিয়ার নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুইটি ম্যাগাজিন, পাঁচটি গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে র‌্যাব ৫ এর একটি দল।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক জানান, রাজশাহী নগরী থেকে এবছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশী পিস্তল ৮টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগাজিন ১৫টি, গুলি ৩১ রাউন্ড, হেরোইন ৫ কেজি ৯৪৬ গ্রাম, ফেন্সিডিল ৪ হাজার ৪৩৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৬ হাজার ৫৭৯ পিচ, গাঁজা ১৮১ কেজি ৮৭ গ্রাম, চোলাই মদ ২৯৪০ লিটার, বিদেশী মদ ২০৩ বোতল, বিয়ার ২০ ক্যান।
এদিকে এই ছয় মাসে নগরী থেকে মোট ২০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে। যার মধ্যে জঙ্গি ৮জন, অস্ত্র ব্যবসায়ী ৫ জন, মাদক ব্যবসায়ী ১৮২ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৩ জন, জালনোট ব্যবসায়ী ৩ জন, অপহরণকারী ১ জন, চোরাকারবারী ৪ জন, সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধী ১ জন এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিআইজি মাহফুজুর রহমান আরো জানান, রাজশাহীসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট এই ৫টি জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের ধরতে কাজ করছে র‌্যাব-৫ এর টিম। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই জেলাগুলো থেকে মোট ৫৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশী পিস্তল ৩৩টি, রিভালবার ৪টি, ওয়ান শুটারগান ১৬টি, পাইপগান ১টি এবং ম্যাগাজিন ৫০টি ও গুলি ১৬৬ রাউন্ড। এছাড়া হোরোইন উদ্ধার করা হয়েছে ১৮ কেজি ৭৭৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ২১৬ বোতল, ইয়াবা টেবলেট ১ লাখ ৪৩ হাজার ৮৫৩ পিস, গাঁজা ২৪৪ কেজি ৯৭২ গ্রাম, দেশে তৈরি চোলাই মদ ৪হাজার ৪০২ লিটার, বিদেশী মদ ২৯৩ বোতল ও বিয়ার ৩০ ক্যান। এদিকে ৫টি জেলা থেকে এই ছয়মাসে বিভিন্ন অপরাধে মোট ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে ১০ জন, অস্ত্র ব্যবসায়ী ২৬ জন, মাদক ব্যবসায়ী ৬৭৩ জন, সাজাগ্রাপ্ত পলাতক আসামি ২৩ জন, জাল নোট চক্রের সদস্য ৩ জন, অপহরণকারী ৪ জন, চোরাকারবারি ৪ জন, সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধী ২ জন ও অন্যান্য অপরাধী ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status