বিশ্বজমিন

ঢাকা-কলকাতাগামী বিমান টিকেটে আগুন!

মানবজমিন ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১০:২৭ পূর্বাহ্ন

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে গোলাপী বলে উঠবে বাংলাদেশ-ভারত ক্রিকেট ঝড়। বাংলাদেশের ঘরের কাছে অনুষ্ঠেয় এই টেস্ট ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক যাচ্ছেন কলকাতা। ফলে বিমানের ভাড়াও আকাশ ছুঁয়েছে। স্বাভাবিক সময়ে ঢাকা-কলকাতা বিমানের ভাড়া ৪০০০ থেকে ৫০০০ রুপি। কিন্তু বুধবার সন্ধ্যা ৬ টায় ইন্ডিগো বিমান এই ভাড়া হাঁকিয়েছে ১৮০০০ রুপিরও বেশি। গোলাপী বলে ভারত-বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়ে এক অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয়েছে। ফলে এভাবে ভাড়া হাঁকানো হচ্ছে বিমানের। এখানেই থেমে থাকছে না। শুক্রবার এই ভাড়া আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়ে ভারতের প্রভাবশালী অনলাইন দ্য টেলিগ্রাফ বলছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে কলকাতাগামী ইন্ডিগো’র ভাড়া বুধবার সন্ধ্যায় হাঁকানো হয়েছে ১৮০০০ রুপির বেশি। শুক্রবার সকালে তা আরো বাড়বে। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন কলকাতায় বিমানবন্দরের কর্মকর্তারা। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে করে কলকাতা পৌঁছার কথা রয়েছে হাসিনার। বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটি পার্কিং এলাকা রিজার্ভ রাখা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

শুক্রবার কলকাতার স্থানীয় সময় দুপুর একটায় শুরু হওয়ার কথা এই টেস্ট ম্যাচ। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতা যাবে ১০টি ফ্লাইট। বুধবার সন্ধ্যা নাগাদ আজকের এসব ফ্লাইটের সব আসনের টিকেট বিক্রি হয়ে গেছে। ইন্ডিগো’র এক কর্মকর্তা বলেন, তাদের বৃহস্পতিবারের ফ্লাইটে আসন আছে ১৮০টি। কিন্তু বুধবার বিকেল নাগাদ বিক্রি হয়ে গেছে ১৭৫টি আসন। ঢাকা ও কলকাতার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করে দুটি ফ্লাইট। এর প্রতিটিতে আসন সংখ্যা ১৬২। এই বিমান সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, কলকাতাগামী এ দুটি ফ্লাইটের বৃহস্পতিবার ও শুক্রবারের সব আসনের প্রায় পুরোটাই বিক্রি হয়ে গেছে। সাধারণত এ ফ্লাইটের শতকরা ২০ ভাগ আসন থাকে ফাঁকা।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান (পূর্ব) অনীল পাঞ্জাবী বলেছেন, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেটকে কেন্দ্র করে সর্বশেষ এভাবে বিমানের ভাড়া বেড়েছিল। ওই সময় ঢাকায় এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। তখন কলকাতা থেকে ঢাকাগামী বিমানের ভাড়া হঠাৎ করে বেড়ে গিয়েছিল। ওয়ান-ওয়ে বা শুধু কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার ভাড়া স্পর্শ করেছিল ২০০০০ রুপি। এ সময় এই ভাড়া আরো বেশি হবে বলে মনে হচ্ছে।

শুক্রবারের এই ক্রিকেট লড়াই দেখতে বিপুল সংখ্যক মানুষ কলকাতায় জড়ো হবেন। ফলে অন্য শহরগুলো থেকেও কলকাতাগামী ফ্লাইট বৃদ্ধি পাবে। আর এই সুযোগে ভাড়া বাড়ছে হুঁ হুঁ করে। কলকাতার সাদ্দার স্ট্রিটের একজন ট্রাভেল এজেন্ট বলেন, বাংলাদেশ থেকে মসৃণ গতিতে ক্রিকেট ভক্তরা কলকাতায় যাচ্ছেন। তাদের অনেকেই মুদ্রা রূপান্তরের জন্য তার এজেন্সিতে যাচ্ছেন। এসব বাংলাদেশী এরই মধ্যে টেস্ট ক্রিকেটের টিকেট কিনেছেন এবং তা কিনতে পেরে আনন্দ প্রকাশ করছেন। এ অ্যান্ড এ ট্রাভেল জোন প্রাইভেট লিমিটেডের আমিন আসগার বলেন, বাংলাদেশ থেকে যেসব মানুষ কলকাতা যাচ্ছেন তারা তো ম্যাচ দেখবেনই। একই সঙ্গে করবেন কেনাকাটা। কেউবা দর্শনীয় স্থানে ঢুঁ মারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status