অনলাইন

নওগাঁয় বাস শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন

নওগাঁ প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:০২ পূর্বাহ্ন

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো চলছে বাস শ্রমিকদের কর্মবিরতি। এত চরম ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।
জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার ১১টি উপজেলার সকল রুটের মেইল ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।  আভ্যন্তরীন রুট ছাড়াও বন্ধ রয়েছে রাজশাহী ,চাঁপায়নবাবগঞ্জ, ও জয়পুরহাট রুটের সকল বাস। ফলে এসব রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাস ছাড়া অন্যান্য যানবাহন কম হওয়ায় ভাড়া যেমন দ্বিগুন গুনতে হচ্ছে। তেমনি ভাবে সঠিক সময়ে গন্তব্যে যাওয়া নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। অতিদ্রুত এই সমস্যা সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নওগাঁ জেলাবাসী। নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীল আলম বলেন, চালক ও হেল্পারদের দাবি যৌক্তিক। গাড়ির কাগজপত্র মেয়াদ উর্ত্তীন থাকলে তরা কেন জরিমানার দেবে। আর দূর্ঘটনার জন্য আইনে যে শাস্তির বিধান আছে সেই ভয়ে তারা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের একটাই দাবী পাশ করা নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে। তা না হলে এই ধর্মঘট চলতে থাকবে। এ অবস্থায়  বাস মালিক সমিতি বা মটর শ্রমিক ইউনিয়ন কারো কথায় শুনছেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status