এক্সক্লুসিভ

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন করবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

কলকাতা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

উত্তর প্রদেশের সুন্নি ওয়াক্‌ফ বোর্ড এবং শিয়া কেন্দ্রীয় ওয়াক্‌ফ বোর্ড সুপ্রিম কোর্টের দেয়া অযোধ্যা রায় মেনে নিলেও মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং জমিয়তে উলেমা-ই-হিন্দ রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে। এ ছাড়া মামলার আবেদনকারী মোহাম্মদ উমর, মাওলানা মাহফুজুর রহমান এবং মিসবাউদ্দিনও রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে রায় দানের আটদিন পরে রায় পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি মুসলিমদের একাংশ দাবি করেছেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেখানেই মসজিদ নির্মাণ করতে দিতে হবে। অন্যত্র জমি দেয়ার সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করছেন। অযোধ্যা রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মসজিদ নির্মাণের জন্য সুন্নি কেন্দ্রীয় ওয়াক্‌ফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দিতে বলা হয়েছে। রায়ের পরে ওয়াক্‌ফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি জানিয়েছিলেন, তারা রিভিউ পিটিশন চান না। রোববার ল’ বোর্ডের সিদ্ধান্ত জানার পরেও তিনি আগের সিদ্ধান্তের কথাই জানিয়েছেন। অযোধ্যা মামলার অন্যতম প্রধান আবেদনকারী ইকবাল আনসারীও জানিয়েছেন, তিনি রায়ের পুনর্বিবেচনা চান না। তার মতে, রিভিউ চেয়ে রায় বদলাবে বলে আমি মনে করি না। রায় বদলের আশা করছেন না ল’ বোর্ড এবং জমিয়তের নেতারাও। জমিয়ত প্রধান মাওলানা আরশাদ মাদানি এ দিন বলেছেন, আমাদের আর্জি হয়তো খারিজই হয়ে যাবে। কিন্তু তবু আর্জি জানাবো। অযোধ্যা রায় আসার আগে অবশ্য মাদানিই বলেছিলেন, রায় যা-ই হোক, তারা মেনে নেবেন। কিন্তু ‘বিকল্প’ জমির প্রশ্নে সংগঠনের মধ্যে অসন্তোষ রয়েছে। রিভিউ চাওয়া হবে কিনা- তা ঠিক করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটি নতুন আর্জি জানানোর পক্ষে মত দিয়েছে। জমিয়ত এবং ল’ বোর্ডের বক্তব্য, মসজিদের জন্য ‘বিকল্প’ জমি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ল’ বোর্ডের সম্পাদক জাফরিয়াব জিলানি বলেছেন, মসজিদের জমি আল্লাহর। শরিয়ত মোতাবেক ওই জমি অন্যকে দেয়া যায় না। মসজিদের জমির বদলে কিছু নেয়াও যায় না। জমিয়তের হয়ে অযোধ্যা মামলার আবেদনকারী এম সিদ্দিক এদিন দাবি করেছেন, অযোধ্যা রায় তথ্যপ্রমাণ এবং যুক্তির উপরে প্রতিষ্ঠিত নয়। ল’ বোর্ডও তার বিবৃতিতে বলেছে, বাবরি মসজিদ ধ্বংসকে ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টই জাতীয় লজ্জা বলেছিল। মসজিদের জন্য বিকল্প জমি দিয়ে সেই লজ্জা ঢাকা যাবে না। বর্তমান রায়েও বাবরি মসজিদ ধ্বংসের নিন্দাই করা হয়েছে। বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের মতে, সমপ্রীতির স্বার্থে রিভিউ না চাইলেই ভালো করবে বোর্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status