অনলাইন

তরুণীকে অপহরণ করে ধর্ষণচেষ্টা, দুই বখাটে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে এক তরুণীকে (১৮) অপহরণ করে ধর্ষণচেষ্টার দায়ে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া দু’জন হলেন- সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৩) এবং গিয়াস নগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪) ।

জানা যায়, শনিবার  দিনগত রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে অপহৃত ওই তরুণীর মামা জহিরুল ইসলাম তাকে ভৈরব বাজার পাঠানোর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন গেইটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একটি প্রাইভেটকারে করে অপহরণকারী দল তাদের সামনে এসে লোকাল প্যাসেঞ্জার নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব করে। মেয়েটির মামা তাকে গাড়িতে তুলে দিয়ে ভৈরব বাজার নামিয়ে দেয়ার জন্য প্রাইভেটকারের চালককে বলেন।

গাড়ির চালক মৌলভীবাজার শহর পার হয়ে শ্রীমঙ্গল রোডে না গিয়া প্রেমনগর চা-বাগান রোডে প্রবেশ করলে তরুণী তাকে নামিয়ে দেয়ার জন্য বলেন এবং চিৎকার করেন। একপর্যায়ে ওই তরুণী মোবাইল ফোনে বিষয়টি তার মামা জহিরুল ইসলামকে জানান।

পরে আসামিরা তার মোবাইল কেড়ে নেয়। প্রাইভেটকারের ভেতরে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করে। পরে দেরাছড়া সড়ক থেকে ধর্ষণের প্রস্তুতিকালে পুলিশ তরুণীকে ভোর ৪টার দিকে উদ্ধার করে। এ সময় পুলশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, রোববার সকালে অপহৃত তরুণী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার ৪ আসামির মধ্যে চালকসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক থাকা বাকি দুই আসামিকেও গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status