বিশ্বজমিন

ভারতীয় বিমানকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দিলো পাকিস্তান

মানবজমিন ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ৮:২২ পূর্বাহ্ন

প্রতিকূল পরিস্থিতিতে পড়া একটি যাত্রীবাহী ভারতীয় বিমানকে নিজের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো পাকিস্তান। দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তৎপরতায় বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যায় ভারতীয় ওই বিমানটি। এ ঘটনা ঘটে বৃহসপতিবার। ভারতীয় বিমানটি জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। এসময় প্রতিকূল অবস্থার মুখে পড়ে বিমানটি। এ সময় বিমানে ছিল প্রায় ১৫০ জন যাত্রী। খালিজ টাইমস জানিয়েছে, আকাশে থাকার সময় বজ্রবিদ্যুতের মুখে পড়ে ওই বিমানটি। ফলে ৩৬০০০ ফুট উপর দিয়ে উড়তে থাকা বিমান নেমে আসে ৩৪০০০ ফুটে। নিয়ম অনুযায়ী পাইলট সাহায্যের আবেদন জানান। আর এতে সাড়া দেয় পাকিস্তানের বিমান পরিবহন নিয়ন্ত্রক। সামপ্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে ভারতীয় বিমানের। তবে জরুরি আবেদনের ভিত্তিতে ওই ভারতীয় বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমোদন দেয় দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক। ফলে ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ নিরাপদে যাত্রা করতে সক্ষম হয় বিমানটি।
উল্লেখ্য, বালাকোটের বিমান হামলার পর পাকিস্তান কয়েক মাস পর্যন্ত তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। ২৬শে ফেব্রুয়ারি থেকে ভারত পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি  চেয়ে আবেদন করে ভারত সরকার। কিন্তু  সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status