শেষের পাতা

ম্যাজিস্ট্রেট আসার খবরে ৭০ টাকা কমে গেল পিয়াজের দাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রোড এলাকার বাজারে ২৫০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল পিয়াজ। গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বাজারে অভিযান চালান। ইউএনও বাজারে আসার খবর শুনেই কেজিতে ৭০ টাকা দাম কমিয়ে পিয়াজ বিক্রি শুরু করেন বিক্রেতারা। দুপুরে সদর উপজেলার রোড এলাকার পিয়াজের সবচেয়ে বড় মার্কেটে এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী 
অফিসার আব্দুল্লাহ আল মামুন মামুন জানান, দুটো বড় মার্কেট পরিদর্শনের সময় বিদেশি পিয়াজ ১৭০-১৮৫ টাকা এবং দেশি পিয়াজ ১৮০-১৯০ টাকা হিসেবে বিক্রি করতে দেখা গেছে। ২০০ টাকার বেশি পিয়াজের মূল্য চাওয়ায় রোড এলাকার রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া প্রতিটি আড়ৎ এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি দাম না বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এমন অভিযানকে অনেক পিয়াজ ক্রেতাই সাধুবাদ জানিয়েছেন। যদিও জেলার বিভিন্ন বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, বিদেশি পিয়াজ ২০০ টাকা ২৫০ টাকা এবং দেশি পিয়াজ ২৫০-২৮০ টাকা দরে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status