দেশ বিদেশ

দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গে আটক ২৮ বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

কর্ণাটকের ব্যাঙ্গালুরু পুলিশের হাত থেকে পালিয়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যশোর, ফরিদপুর ও বাগেরহাটের একদল বাংলাদেশি। কিন্তু শেষরক্ষা হলো না। দালালের মারফত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সীমান্তবর্তী গোপাল নগরে পুলিশের হাতে ধরা পড়েছে ২৮ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ৮ জন শিশু। বুধবার রাতে এদের গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। এছাড়া, এক দালাল ও দুই অটোচালককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এক বছর আগে এরা কাজের সন্ধানে দালালদের মাধ্যমে ব্যাঙ্গালুরুতে গিয়েছিল। সেখানে তারা শ্রমিকের কাজ করছিল বলে জানিয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সেখানে ব্যাপক বাংলাদেশি অভিবাসী ধরপাকড় শুরু হওয়ায় তারা চলে এসেছিল। বৃহস্পতিবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সবাইকে জেল রিমান্ডে পাঠিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status