দেশ বিদেশ

অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা রোধে আদালতের ৪ দফা নির্দেশনা

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থা কর্তৃক তেজষ্ক্রিয়তা যুক্ত জাহাজ নর্থ সিপ্রডিউসার (এম.টিপ্রসিউসার)-কে প্রদত্ত আমদানির অনুমতি, সৈকতায়নের অনুমতি এবং ভাঙার অনুমতি অবৈধ ঘোষণা করছে হাইকোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থ মূলক মামলায় এই আদেশ প্রদান করেন। আদালত একইসাথে জাহাজ ভাঙা কার্যক্রম পরিচালনায় সকল দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে উল্লেখ করে তা নিয়ন্ত্রণে সরকারকে ফের কয়েক দফা নির্দেশনা প্রদান করেছেন।  আদালতে বেলার পক্ষে ছিলেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সাইদ আহমেদ কবীর।
শুনানি শেষে হাইকোট এম.টিপ্রডিউসারের পক্ষে দেয়া শিল্পমন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানের আমদানি, সৈকতায়ন ও ভাঙার অনুমতি দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং আদালতের আদেশের পরিপন্থী ও বেআইনি ঘোষণা করেন। তবে জাহাজটির বেশকিছু অংশ ভাঙা হয়ে গেছে বিবেচনায় আদালত বাংলাদেশ পরমানু শক্তি কমিশন, পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং মেগা পোর্ট অথরিটির যৌথ তত্ত্বাবধানে এবং একজন জৈষ্ঠ্য বিজ্ঞানীর সার্বক্ষনিক উপস্থিতিতে বাংলাদেশ পরমানুশক্তি কমিশনকে জাহাজটির বর্জ্য বিষয়ে শতভাগ নিরীক্ষা সম্পন্ন করার জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এ নিরীক্ষার ক্ষেত্রে জাহাজটির আমদানিকারক জনতা স্টীল করপোরেশন সকল ব্যয় বহন করবে তবে আমদানিকারক নিরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status