অনলাইন

কোন ডকুমেন্ট পোড়েনি: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১:১৩ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন জানিয়েছেন, দুঃখজনক ঘটনা যে, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লেগেছিলো। তবে এ আগুনে কম্পিউটার, প্রিন্টারসহ বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও কোন ডকুমেন্ট পোড়েনি। আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সূত্র মতে, বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলার বাজেট শাখায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান মানবজমিনকে জানান, আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী অল্প আগে মানবজমিনকে জানিয়েছেন, এসি, কম্পিউটার এবং প্রিন্টার পুড়ে যাওয়া ছাড়াও কিছু আসবাবপত্র পুড়ে গেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। বাজেট শাখার রুমটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, তা মোটামুটি অক্ষত আছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল প্রতিনিধিরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও তাদের ধারণা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status