খেলা

বিরাটের চোখে বাংলাদেশও বড়

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর (ভারত) থেকে

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না! তাকে নিয়ে এমন অভিযোগতো সরাসরি সংবাদ সম্মেলনেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে টেস্টে নেই সাকিব। এই ফরমেটে আগ্রহ কম, এমন অনেক ক্রিকেটারেরই নাম শোনা যায়। সবশেষ স্ত্রীর অসুস্থতার অজুহাত দিয়ে ভারত সফর থেকে সরে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। কিন্তু ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিলেও ফিরে এসেছেন টেস্টে। গতকাল সংবাদ সম্মেলনেও স্পষ্ট জানিয়ে দিলেন টেস্টকে কতটা উপরে রেখেছেন তিনি। এমনকি র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশকে হালকা ভাবেও নিতে চান না বিশ্বসেরা এই ব্যাটসম্যান। বললেন, পেসার মোস্তাফিজুর রহমান তাদের জন্য ভয়ের কারণ হতে পারে। ম্যাচে কতটা কঠিন হতে পারে বাংলাদেশ তা নিয়ে বিরাট কোহলি বলেন, ‘তারা (বাংলাদেশ) একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত।

তাই আমরা নিশ্চিতভাবেই মনে করি যে তারা তাদের গেম প্ল্যানটা জানে, কী করা প্রয়োজন সেটা তারা জানে। ফল নিজেদের পক্ষে আনতে আমাদের ভালো খেলতে হবে যেভাবে আমরা আগের সব ম্যাচ খেলেছি। তাই আমরা কোনোকিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান-বোলারকেই হালকাভাবে নিচ্ছি না।’

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের কোনো জয় নেই। ৯ ম্যাচের ৭টিতেই হার। মাত্র দুটিতে ড্র করেছে টাইগাররা। সবশেষ ভারতে একমাত্র টেস্ট খেলতে এসে হেরেছে ২০৮ রানের বড় ব্যবধানে। তবে সেই টেস্টে দারুণ সেঞ্চুরি পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এমনকি সবশেষ টি-টোয়েন্টিতেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। কোহলি বলেন, ‘যখন তারা ভালো খেলে, তখন তারা খুবই দক্ষতাসম্পন্ন দল হিসেবে উপস্থিত হয়। আর ভালো ক্রিকেট খেলার সব রকমের সামর্থ্য তাদের আছে। এই বিষয়টাকে আমরা সম্মান করছি। তবে সবকিছুর ঊর্ধ্বে, নিজেদের উদ্দেশ্যের ওপর আমাদের আস্থা রয়েছে।’

‘ভয় আছে মোস্তাফিজকে নিয়ে’
বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান ক্যারিয়ারে বাজে সময় পার করছেন। কাটার মাস্টারকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনাও। এমনকি ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশেই থাকবেন কিনা তা নিয়েও আছে যথেষ্ট সংশয়। তবুও মোস্তাফিজকে নিয়ে আতঙ্কে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘ও (মোস্তাফিজ) একজন অভিজ্ঞ বোলার। ভারতীয় ব্যাটসম্যানদের ভালো চেনে। আমাদের সঙ্গে আইপিএল ও আরো অনেক ম্যাচ খেলেছে। আমরাও ওর বিপক্ষে অনেক খেলেছি। একজন ভালো বোলারের বিপক্ষে মনোযোগ ধরে রেখে ভালো করাটাই হচ্ছে আসল ব্যাপার।’ ফিজের দক্ষতা নিয়ে বিরাট বলেন, ‘সে খুবই ভালো বোলার। আমরা তার বিপক্ষে খেলেছি। শুধু লাল বলে নয়, আমার মনে হয় যেকোনো বাঁহাতি পেসারই একটু অন্যরকম। হ্যাঁ, আপনার দলে যেহেতু বাঁহাতি পেসার নেই, খুব বেশি তাই খেলা হয়নি (বাঁহাতি পেসার), একটু বাড়তি মনোযোগ রাখতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ভালোভাবে উতরে যেতে হবে। বাঁহাতি পেসারদের খেলা একটু কঠিন কারণ, তাদের আমরা নিয়মিত খেলি না। কাজেই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সে (মোস্তাাফিজ) আমাদের জন্য হুমকি।’

‘টেস্টকে আমি অনেক উপরে রাখি’
ইন্দোর ছাড়াও বেশ কয়েকটি শহরে টেস্ট আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরাট কোহলি। তারই কারণ তিনি ব্যাখ্যা দিয়েছেন গতকাল। তিনি বলেন, ‘আমি কোনো শহরকে ছোট করে দেখতে চাই না। কারণ আপনি যদি দেখেন এখানে (ইন্দোর) ওয়ানডে বা টি-টোয়েন্টিতে দর্শকদের জন্য আসন ফাঁকা থাকে না। কিন্তু টেস্টে কিন্তু সিট ফাঁকা থাকবেই। এটি খুবই গভীর একটা বিষয়। আমার কাছে মনে হয়েছে এটি একটি লক্ষ্যের বিষয় যে কিভাবে টেস্টকে সবাই মিলে উপরে নেয়া যায়। আমি সব সময় টেস্টকে উপরে রাখি। শুধু আমিই না সবাই চায় যে টেস্টকে উপরে নিতে। তাই আমি এমন প্রস্তাব করেছিলাম।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status